কাজ
কাজের এককের বেলায় কোনটি সত্য?
এস আই পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক জুল।
কাজের একক: কাজের একক হল কোনও বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে সরানোর জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ।
এস আই পদ্ধতিতে, কাজের একক হল জুল। ১ জুল হল ১ নিউটন বল প্রয়োগে ১ মিটার সরলে সম্পাদিত কাজের পরিমাণ।
এফ পি এস পদ্ধতিতে, কাজের একক হল ফুঁট পাউল্ড। ১ ফুট পাউন্ড হল ১ পাউন্ড বল প্রয়োগে ১ ফুঁট সরলে সম্পাদিত কাজের পরিমাণ।
সি জি এস পদ্ধতিতে, কাজের একক হল আর্গ। ১ আর্গ হল ১ ডাইন বল প্রয়োগে ১ সেমি সরলে সম্পাদিত কাজের পরিমাণ।
সুতরাং, এস আই পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক জুল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই