১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি
কাজ করার সময় ল্যাবরেটরিতে একজন বন্ধুর কাপড়ে আগুন ধরে গেলে প্রথমে কি করবে?
শিক্ষক ডেকে আনতে যাবে ও পাশাপাশি তার গায়ে পানি ঢেলে দিবে
আগুনের উৎসগুলো বন্ধ করবে
প্রথমেই আগুন লাগা কাপড় খুলে ফেলবে
নিচের কোনটি সঠিক?
* আগুন লেগে গেলে করণীয়-
আগুন লাগার কারণ : দাহ্য জৈব পদার্থ থেকে অসাবধানতাবশত পরীক্ষাগারে আগুন লাগতে পারে। আগুন নেভানোর জন্য তাড়াতাড়ি অগ্নি নির্বাপক যন্ত্র ও বালিভর্তি বালতি ব্যবহার করতে হবে। আগুনের কাছ থেকে দ্রাবকসহ অন্যান্য বিকারক দূরে সরাতে হবে । কারও শরীরে আগুন লাগলে কাপড় খুলে ফেলতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে একটা কম্বল দিয়ে জড়িয়ে ধরতে হবে এবং দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে।
* বিকারকের আগুন লাগা : সব বার্নার বা শিখা নেভাতে হবে এবং দাহ্য দ্রব্যাদিসহ দ্রাবকসমূহ নিরাপদ স্থানে সরাতে হবে । ছোট ফ্লাস্কে ও বিকারে আগুন লাগলে অ্যাসবেসটস-ওয়্যার গজ দিয়ে অথবা বড় বিকার বা ওয়াচ গ্লাস দিয়ে ঢেকে আগুন নেভানো যায় । শিখার গোড়ার দিকে কার্বন-ডাইঅক্সাইড অগ্নিনির্বাপক ব্যবহার করতে হবে। কিন্তু পানি ব্যবহার করা যাবে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই