প্রতিদান
করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা-বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী-সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা-বাবা সুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন।
উপর্যুক্ত মিলের কারণ-
i. ক্ষমাশীলতা
ii. নির্ভরশীলতা
iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
• রবিনের মা-বাবার বৃদ্ধ বয়সে তাদের সুস্থ হওয়ার পর রবিনকে বুকে জড়িয়ে কাঁদার মধ্যে তাদের গভীর ভালোবাসা এবং সম্পর্কের আবেগ প্রকাশ পায়। যদিও রবিন তাদের ছেড়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা থেকেই ক্ষমাশীলতার মতো মহৎ গুণটি প্রতিফলিত হয়েছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রফিকের ঘর পুড়িয়ে দেয় শফিক, রফিক প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়। একদিন সুযোগ বুঝে সে শফিকের ঘর পুড়িয়ে দেয়।
উদ্দীপকের রফিকের সাথে 'প্রতিদান' কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে?
'বিষে ভরা বান' নিক্ষেপকারীকে কবি প্রতিদান দিতে চান কী দিয়ে?
'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি- বলতে বোঝানো হয়েছে-
i. ক্ষমাশীলতা
ii. সহনশীলতা
iii. পরার্থপরতা
নিচের কোনটি সঠিক?
গরিবের মেয়ে পিয়ারী একদিন আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারী একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকত যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত্ সেবা দিয়ে পিয়ারী অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে পড়েনি।
উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?