সরলরৈখিক পদ্ধতি
কয়েক বছর আগে ৩০,০০০ টাকায় একটি কম্পিউটার কেনা হয়, যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে কম্পিউটারে পুঞ্জিভূত অবচয়ের পরিমান ১৮,০০০ টাকা। কম্পিউটারটি কেনা হয়েছিল-
আসবাবপত্রের বার্ষিক অবচয় = ক্রয়মূল্য ÷ আয়ুষ্কাল
= ৩০,০০০ ÷ ৫
= ৬,০০০ টাকা
আসবাবপত্রটি ক্রয় করা হয়েছে = পুঞ্জিভূত অবচয় ÷ বার্ষিক অবচয়
= ১৮,০০০ ÷ ৬,০০০
= ৬ বছর আগে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দেশ অটো লিমিটেড ২০১৫ সালে ৫,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৫ বছর ধরা হয়। ২০১৫ সালে এই সম্পত্তির অবচয় ধরা হয় ৬৭,৫০০ টাকা । উক্ত সম্পত্তিটি কত তারিখে ক্রয় করা হয়েছিল?
২০১০ সালে ৫৫ হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো, যার ভগ্নাবশেষ মূল্য ৫০০০ টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর। সরল রৈখিক পদ্ধতিতে ৪র্থ বছরে এ সম্পত্তির অবচয় এবং বহিমূল্য কত হবে?
একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা। অবচয়ের হার বার্ষিক ১০%। পুঞ্জিভূত অবচয় ২,১০০ টাকা হলে আসবাবপত্রটি ক্রয় করা হয় কত বছর আগে?