আমি কোনো আগন্তুক নই
কবি আহসান হাবিবের অস্তিত্বে গাঁথা-
i. ধানের খেত
ii. জমিলার মা'র শূন্য খা খা রান্নাঘর
iii. ধু ধু নদীর কিনার
নিচের কোনটি সঠিক?
কবিতার কিছু লাইনঃ
আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।
দু'পাশে ধানের খেত
সরু পথ
সামনে ধু ধু নদীর কিনার
আমার অস্তিত্বে গাঁথা । আমি এই উধাও নদীর
মুগ্ধ এক অবোধ বালক।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা ।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ।
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ঐ শ্যামলবরণ কোমল মূর্তি মর্মে গাঁথা।
আমার পূর্বপুরুষেরা কৃষক ছিলেন তাই আমার গায়ে মাটির গন্ধ। আমার স্বজনেরা জেলে ছিলেন তাই আমার গায়ে মাছের সুবাস মাখানো। আমার স্বজাতি ছিলেন গৃহহীন, উদাসী পথিক। তাঁরা হেঁটেছেন গায়ের সরু পথ দিয়ে। আমার আত্মীয়রা অভাবী ছিলেন তাই আমার দেহে দারিদ্র্যের স্পষ্ট ছাপ দেখা যায়। তবু আমার গর্ব যে আমি এখানকার মানুষ।
'যখন যেথায় যেভাবেই থাকি, আমি তোমাদেরই একজন।' পঙ্ক্তিটির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
কবি আহসান হাবীবের জন্ম কোন জেলায়?