৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।
ক) উত্তরঃ
From: | minu21@yahoo.com |
To: | nasreen@gmail.com |
cc: | |
Subject: | স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ |
Text:
প্রিয় নাসরিন,
আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তুমি তো জানো, প্রতিবছর আমাদের কলেজে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবারও এর ব্যতিক্রম হবে না। ২৬ শে মার্চ সকাল নয়টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। সাড়ে ন'টা থেকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিকেলের অধিবেশনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি যন্ত্রসংগীতে অংশগ্রহণ করছি বরাবরের মতোই।
আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি এলে আমার খুব ভালো লাগবে। সাক্ষাতে কথা হবে।
মিনু
খ) উত্তরঃ
৩০শে এপ্রিল, ২০১৯
বরাবর
সম্পাদক
দৈনিক দেশ রূপান্তর
রূপায়ন টাওয়ার
কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
বিষয়: প্রেরিত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক 'দেশ রূপান্তর' পত্রিকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য নিম্নলিখিত শিরোনামের পত্রটি প্রকাশের দাবি রাখে।
অতএব, জনাবের নিকট আবেদন নিম্নলিখিত অতি প্রয়োজনীয় সংবাদটি আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন।
নিবেদক
তৌহিদুল ইসলাম
গ্রাম: পাহাড়পুর, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।
মুরাদনগর-ইলিয়টগঞ্জ থানার রাস্তা সংস্কারের আবেদন
কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত একটি রাস্তা রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোক যাতায়াত করে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-শিক্ষক, পান্তির বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা এবং মুরাদনগর থানা সদরের বিভিন্ন অফিসের কর্মচারী- - কর্মকর্তাসহ সকলকেই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় প্রতিবছর বর্ষায় বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়। গত বর্ষায় যে সমস্ত স্থানের ক্ষতি হয়েছে তা এখনো মেরামত করা হয়নি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তায় যে দুটো পুল রয়েছে, সেগুলোও পাকা হওয়া আবশ্যক।
পাহাড়পুর গ্রামবাসীর পক্ষে
তৌহিদুল ইসলাম
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) 'বিশ্ব ভালোবাসা দিবস' উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ই-মেইল পাঠাও।
অথবা,
(খ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।