৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) বাংলা নববর্ষ উদ্যাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ই-মেইল প্রস্তুত কর।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে "বিপণন কর্মকর্তা' পদে নিয়োগলাডের উদ্দেশ্যে আবেদন কর।
(ক) উত্তরঃ
From : shafiq77@yahoo.com
To : shamimiti@gmail.com
Cc :
Subject : বাংলা নববর্ষ উদ্যাপনের বৈচিত্র্য প্রসঙ্গে।
Text:
বাংলা নববর্ষের শুভেচ্ছা নিও। আমাদের জীবন থেকে ঘটনাবহুল আরও একটি বছর বিদায় নিয়ে গেল। নতুন বছরের নব উদ্দীপনায় জীবনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে ১লা বৈশাখ আমাদের কলেজে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ অনুষ্ঠান সম্পর্কে তােমাকে সংক্ষেপে জানাচ্ছি।
বাংলা নববর্ষ তথা ১লা বৈশাখ আমাদের জাতীয় জীবনে এক ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উৎসব । আমাদের সত্তার সঙ্গে ১লা বৈশাখ অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষ। এ অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষ সকলে সমবেত হয়। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের কলেজে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ বছর মহাসমারােহে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। কলেজের ছাত্রসংসদ দায়িত্বপূর্ণভাবে কাজ করে সমগ্র অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছে। নির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলা বিভাগীয় প্রধান। তিনি অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদ্যাপন করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেছেন। আমরা নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে কাজ করতে থাকি। নববর্ষ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে মেলার আয়ােজন করা হয়। মেলায় প্রচুর লােকের সমাগম ঘটে। দোকানিরা নানা ধরনের জিনিসের পসরা সাজিয়ে দোকানে বসেছে। বিশেষ করে লােকজ সংস্কৃতির পণ্যেরই প্রাধান্য ছিল। মেলায় পুতুলনাচ ও সার্কাসের আয়ােজনও ছিল। একদিকে মেলা, আরেকদিকে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মহােদয়। প্রধান অতিথি ও কলেজের শিক্ষক মহােদয়গণের বক্তব্যে বাংলা নববর্ষের ইতিহাস ও বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে। আলােচনা পর্ব শেষে মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে লােকনৃত্য, ধ্রুপদী নৃত্য, লােকগীতি বাউলগান, ভাটিয়ালি গান, জারি-সারি পরিবেশনসহ নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠান শেষে আমরা বাড়িতে ফিরে আসি।
তোমাদের কলেজে অনুষ্ঠিত বাংলা নববর্ষ অনুষ্ঠানের কথা জানিয়ে মাকে পত্র লিখ বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ জানিয়ে শেষ করছি।
সামিম।
(খ) উত্তরঃ
১০ মার্চ ২০১৬
বরাবর
পরিচালক
বিআইটি রাজশাহী।
বিষয় : ম্যানেজার/বিপণন কর্মকর্তা/ ব্যবস্থাপক পদের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখের ‘দৈনিক ইত্তেফাক’-এ কর্মখালি বিভাগে দেখতে পেলাম আপনার প্রতিষ্ঠানে একজন বিপণন কর্মকর্তা নিয়ােগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী। আপনার সুবিবেচনার জন্য আমার শিক্ষাগত যােগ্যতাসহ যাবতীয় বিবরণ নিচে পেশ করলাম।
ব্যক্তিগত তথ্য :
নাম
: মতিলাল সমাদ্দার।
: নিরঞ্জন সমাদ্দার।
: সােনেকা সমাদ্দার।
: ১ জানুয়ারি ১৯৯০।
: বাংলাদেশি।
: ৩০/১, মিরপুর, ঢাকা।
শিক্ষাগত যােগ্যতা:
অভিজ্ঞতা :
একটি প্রকাশনা প্রতিষ্ঠানে দুবছর যাবৎ বিপণন কর্মকর্তা পদে নিয়ােজিত আছি।
অতএব মহােদয় সমীপে প্রার্থনা, আমাকে উক্ত পদে নিয়ােগ দিয়ে বাধিত করলে যােগ্যতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করে আপনার আস্থাভাজন হব ।
নিবেদক,
মতিলাল সমাদ্দার।
সংযুক্তি:
১। পরীক্ষার মূল সনদের সত্যায়িত অনুলিপি-৩ কপি ।
২। নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি-৩ কপি ।
৩। অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি-১ কপি ।
৪। সত্যায়িত পাসপাের্ট সাইজ ছবি- ৩ কপি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ক্ষুদেবার্তা লেখ।
অথবা, (খ) শিক্ষা সফরে যাবার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) দলগত অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি বেদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) দেশের বর্তমান যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।