প্রকৃতি ও প্রত্যয়
(ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি):
ঝালাই, গোঙানি, লিখিত, মেয়ে, ভাবুক, দারোয়ান, বাগিচা, জ্ঞাতব্য, শ্রবণীয়, কর্তা।
অথবা,
(খ) আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
(ক) উত্তরঃ
প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
গোঙানি | গোঁ + আনি | তদ্ধিত প্রত্যয় |
লিখিত | লিখ্ + ইত | কৃৎ প্রত্যয় |
মেয়ে | মা + ইয়া | তদ্ধিত প্রত্যয় |
ভাবুক | ভূ + উক | কৃৎ প্রত্যয় |
দারোয়ান | দার + ওয়ান | তদ্ধিত প্রত্যয় |
বাগিচা | বাগ + চা | তদ্ধিত প্রত্যয় |
জ্ঞাতব্য | √জ্ঞা+তব্য। | কৃৎ প্রত্যয় |
শ্রবণীয় | শ্রু + অনীয় | কৃৎ প্রত্যয় |
কর্তা। | কৃ + তৃ | কৃৎ প্রত্যয় |
ঝালাই | ঝাল + আই | তদ্ধিত প্রত্যয় |
(খ) উত্তরঃ
যে শব্দের মাধ্যমে মনের নানা ভাব ও আবেগকে প্রকাশ করা হয়,তাকে আবেগ শব্দ বলে।
প্রকাশ অনুসারে আবেগ শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায়।যেমন:
সিদ্ধান্তবাচক আবেগ শব্দ:এই জাতীয় আবেগ শব্দের সাহায্যে অনুমোদন প্রকাশ পায়।যেমন:বেশ,তাই হবে।
প্রশংসাবাচক আবেগ শব্দ:এ ধরনের আবেগ শব্দ প্রশংসা প্রকাশ করে।যেমন:বাঃ!বড় ভালো কথা বলেছ।
বিরক্তিবাচক আবেগ শব্দ:এ ধরনের আবেগ শব্দ ঘৃণা প্রকাশ করে।যেমন:ছিঃ ছিঃ,তুমি এত নীচ!
যন্ত্রণাবাচক আবেগ শব্দ:এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক প্রকাশ করে।যেমন:আঃ,কী আপদ।
সম্বোধনবাচক আবেগ শব্দ:এ ধরনের আবেগ শব্দ আহবান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।যেমন:হে বন্ধু,তোমাকে অভিনন্দন।
বিস্ময়বাচক আবেগ শব্দ:এ ধরনের আবেগ আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে।যেমন:আরে,তুমি আবার এলে!
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found