ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
ক, খ, ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তাদের মুনাফা ও ক্ষতি বণ্টনের অনুপাত ৩ : ৫ : ১। ক গ- কে নিশ্চয়তা প্রদান করেছে যে, গ কমপক্ষে ৫০,০০০ টাকা মুনাফা পাবে। ২০১৫ সালে ৩,২৪,০০০ টাকা মুনাফা হলে ক- এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা ?
মুনাফা বণ্টনের অনুপাত অনুযায়ী গ এর মুনাফা = ৩২৪০০০ x ১/৯ = ৩৬০০০ এবং 'ক' এর মুনাফা = ৩,২৪,০০০ × ৩/৯ = ১,০৮,০০০ টাকা 'গ' কে নিশ্চয়তা বাবদ 'ক' দিবে = ৫০,০০০ - ৩৬,০০০ = ১৪,০০০ ক' এর মুনাফা = ১,০৮,০০০ – ১৪,০০০ = ৯৪,০০০
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে তাদের পণ্য তৈরি এবং বিতরণ কার্যক্রমকে বোঝায় -
চাহিদার প্রধান নির্ধারক কোনটি?
একটি ক্রয় চালানের উপর ১০০০ টাকার ২টি, ২০০০ টাকার ৩টি ও ২৫০০ টাকার ৪টি পণ্য অন্তর্ভূক্ত আছে। কারবারি বাট্টা ৪% ও ১০ দিনের মধ্যে পরিশোধ করা হলে ৫% নগদ বাট্টা পাওয়া যাবে। ১০ দিন পর পরিশোধ করলে কত টাকা পরিশোধ করতে হবে?
কোন দ্রবের ক্ষেত্রে ক্রেতার আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায়?