বায়োম ও প্রাণিভৌগোলিক অঞ্চলসমূহ
ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক পাখি হলো-
শ্বেত কাকাতুয়া
দোয়েল
বনমোরগ
উপরের কোনটি সঠিক?
এন্ডেমিক পাখি (৬৬টি গোত্র): বর্মি ময়ূর (Pavo muticus), শ্বেত কাকাতুয়া (Cacatua alba), নর্ডম্যান সবুজ পা
(Tringa guttifer), জলার তিতির (Francolinus gularis), হাড়গিলা (Leptoptilos javanicus), ফেয়ারি ব্লু বার্ড (Irena puella), ধূসর-ধনেশ (Ocyceros birostris), নিকোবর টিয়া (Psittacula caniceps), জলার ব্যাবলা (Pellorneum palustre), সবুজ বুলবুলি (Chloropsis hardwickii), কোয়েল (Perdicula asiatica), ডাহুক
(Amaurornis phoenicurus) ইত্যাদি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রায়হান টেলিভিশনে একটি বনের উপর প্রচারিত প্রতিবেদন দেখছিল। এতে গোলপাতা, গেওয়া প্রভৃতি উদ্ভিদ ছিল এবং বনের মাটি ছিল কাদাময় । [রা. বো., কু. বৌ:, চ. বৌ, ব. বো. ২০১৮ | প্রশ্ন নং ৭/
নিয়াজের বাড়ি উপকূলীয় অঞ্চলে। সমুদ্রের কাছাকাছি এলাকায় প্রচুর পরিমাণ উঁচু বৃক্ষ রোপণ অভিযান দেখে এর কারণ জানতে চাওয়ায় তার বাবা বললেন বায়ু প্রবাহ রোধ করার জন্য বৃক্ষ রোপণ করা হচ্ছে।
উল্লিখিত স্থানের বৃক্ষের প্রজাতিগুলো-
পর্ণমোচী ধরনের হয়
সবুজ বেষ্টনী বলে পরিচিত
১৫০ ফুট উঁচু হলে অধিক কার্যকর হয়
নিচের কোনটি সঠিক?

গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত?