ক্ষমতা
ওয়াট ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক হলো-
অশ্বক্ষমতাঃ
এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হবার আগে থেকেই ক্ষমতা এই ব্যবহারিক এককের ব্যবহার প্রচলন ছিল। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার কমতাকে এক অশ্ব-ক্ষমতা বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রতি সেকেন্ডে 10 লি. পানি 10 m উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন হবে ?
500 kg ভরের একটি লিফট 0.5 ms-1 ধ্রুব বেগে উপরের দিকে উঠছে। ব্যবহৃত মোটরের ন্যূনতম অশ্ব ক্ষমতা কত?
একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘণ্টায় 25 × 106 kg পানি 50 m উচ্চতায় ওঠানো হয়। 70% ক্ষমতা ক্ষয় হলে এর অশ্বক্ষমতা নির্ণয় কর।
একটি পাম্পের কার্যকর ক্ষমতা 3kW এবং কর্মদক্ষতা 75% হলে পাম্পটির প্রকৃত ক্ষমতা কত?