এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,কোষীয় কঙ্কাল ও মাইটোকন্ড্রিয়া
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ-
প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে।
Ribosome ধারক হিসেবে কাজ করে।
Keratin তৈরি করা।
নিচের কোনটি সঠিক?
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ: (i) এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। (ii) অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। (iii) মসৃণ রেটিকুলামে (বিশেষত প্রাণী কোষে) লিপিড, মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষিত হয়। (iv) এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। (v) অনেকের মতে এতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। (vi) রাইবোসোম, গ্লাইঅক্সিসোমের ধারক হিসেবে কাজ করে। (vii) এরা কোষে অণুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। (viii) রাইবোসোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান
ভূমিকা রাখে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই