এনট্রপি
এনট্রপি কিসের পরিমাপ নির্দেশ করে ?
এনট্রপি হল একটি প্রাকৃতিক রাশি যা কোনও ভৌত ব্যবস্থার বিশৃঙ্খলা-মাত্রা বা বিশৃঙ্খলা পরিমাপ করে। এনট্রপির মান যত বেশি হয়, ব্যবস্থা তত বেশি বিশৃঙ্খল হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রেফ্রিজারেটর তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে নির্মিত হয়?
20°C তাপমাত্রার ২কেজি পানিকে -10°C তাপমাত্রার বরফে পরিণত করতে একটি রেফ্রিজারেটরকে কি পরিমাণ তাপ বর্জন করতে হবে? পানির আপেক্ষিক তাপ=4.2×103 J/kg-k, বরফের আপেক্ষিক তাপ=2.1×103 J/kg-k, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ=3.33×105 J/kg
এন্ট্রপির মাত্রা নিচের কোনটি?
পানির আপেক্ষিক তাপ 4.2x 103Jkg-1k-1 হলে 10°C তাপমাত্রার 5.0 kg পানিকে 100°C তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন কত?