এক্স রে
এক্স- রে এর মধ্যে চার্জের পরিমাণ-
এক্স- রে এর মধ্যে চার্জের পরিমাণ- শূণ্য
এক্স রশ্মির ধর্ম (Properties of X-rays)
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে এক্স রশ্মির নিম্নোক্ত ধর্মগুলো আবিষ্কৃত হয়েছে।
১. এক্স রশ্মি একটি অদৃশ্য রশ্মি।
২. এটি সরলরেখায় চলে এবং শূন্য মাধ্যমে এর বেগ আলোর বেগের সমান।
৩. এক্স-রে তাড়িতচৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। অর্থাৎ এক্স রশ্মি চার্জযুক্ত কণিকার প্রবাহ নয়। এক্স রশ্মি চার্জহীন কণিকা ফোটন দ্বারা গঠিত।
৪. এটি চার্জ নিরপেক্ষ।
৫. এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা থেকে । দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা গুণ কম। অর্থাৎ এক্স রশ্মির কম্পাঙ্ক দৃশ্যমান আলোর কম্পাঙ্কের গুণ বেশি।
৬. আলোর মতো এক্স রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ও সমবর্তন হয়।
৭. এক্স রশ্মির ভেদন ক্ষমতা আছে।
৮. এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে।
৯. এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে।
১০. এক্স রশ্মি কিছু কিছু পদার্থে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। যেমন: জিঙ্ক সালফাইড, বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড প্রভৃতি পদার্থে এ রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে।
১১. এক্স রশ্মি জীবকোষকে নষ্ট করতে পারে।
১২. এক্স রশ্মি চামড়া, মাংস ইত্যাদি ভেদ করে যেতে পারে।
১৩. কোনো কোনো বিশেষ ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি বস্তুর উপর পড়লে এক্স রশ্মি আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই