এক্স রে
এক্স -রশ্মি-
তাড়িতচৌম্বক তরঙ্গ
তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়
আলোর বেগে চলে
নিচের কোনটি সঠিক?
আবিষ্কারের সময় এক্স রশ্মির ধর্ম আজানা থাকলেও এখন আর তা অজানা নয়। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এর ধর্ম আবিষ্কৃত হয়েছে। নিচে এ রশ্মির কয়েকটি ধর্ম দেয়া হলো-
i. এক্স রশ্মি সরলরেখায় চলে। শূন্যস্থানে এর দ্রুতি আলোর দ্রুতির সমান।
ii. এক্স রশ্মির প্রকৃতি দৃশ্যমান আলোর মতোই, কিন্তু এর তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে অনেক ছোট, প্রায় এক হাজার ভাগের একভাগ মাত্র এবং কম্পাঙ্ক এক হাজার গুণ বড়।
iii. এ রশ্মি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। সুতরাং, এ রশ্মি চার্জহীন। এটা তাড়িতচৌম্বক তরফা।
iv. এ রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর দাগ ফেলতে পারে।
v. এ রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। জিকে সালফাইড বা বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের উপর পড়লে তা থেকে উজ্জ্বল প্রতিপ্রভ আলো নির্গত হয়।
vi. উপযুক্ত শর্ত সাপেক্ষে এক্স রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ও সমবর্তন ঘটে।
vii. এ রশ্মির ভেদনক্ষমতা অনেক বেশি। কাচ যেমন সাধারণ দৃশ্যমান আলোর জন্য স্বচ্ছ, অনেক কঠিন পদার্থ তেমনি এক্স রশ্মির জন্য স্বচ্ছ।
viii. এ রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে।
ix. এ রশ্মি আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারে। কতকগুলো নির্দিষ্ট ধাতব পদার্থের উপর পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই