হুকের সূত্র
একটি স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং-এর গুণাঙ্ক ____
তাপমাত্রা বৃদ্ধির ফলে পরমাণুগুলোর বন্ধন দুর্বল হয়, ফলে বস্তুটি বেশি বিকৃত হয় → ইয়ং এর গুণাঙ্ক কমে যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
2m দৈর্ঘ্য এবং 1mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট তারে 20kg ভর ঝুলালে তারটি 1mm প্রসারিত হয়।
উক্ত তারটির-
দৈর্ঘ্য বিকৃতি 0.5×10-2
ইয়ং এর গুণাঙ্ক 3.92×1011 Nm-2
কৃতকাজের পরিমান 0.098J
নিচের কোনটি সঠিক?
একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য , প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং অসহপীড়ন । তারটির এক প্রান্তে 2 kg ভর ঝুলালে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই ভরসহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায়।
নিচের কোনটি সঠিক?
সংনমনতা এর ক্ষেত্রে-
i. চারদিক থেকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়
ii. পদার্থের অণুসমূহের মধ্যে ফাঁক থাকে
iii. আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি
নিচের কোনটি সঠিক?