ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধ
একজন কৃষক ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করেন। মসুর ডালে এক প্রকার অণুজীব পাওয়া যায় যা সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্ৰহণ করে।
উদ্দীপকের অণুজীবটি প্রজননের প্রধান ও দ্রুততম উপায়-
• উদ্দীপকের অণুজীবটি হচ্ছে Rhizobium ব্যাকটেরিয়া। যা মসুর ডালের মুলে নডিউল তৈরি করে যা সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্ৰহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে সংস্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।আর এই ব্যাকটেরিয়ার প্রজননের প্রধান ও দ্রুততম উপায় দ্বি-বিভাজন প্রক্রিয়া।
দ্বি-ভাজন (Binary fission): একটি কোষ সমান দু ভাগে ভাগ হওয়ার নাম দ্বি-ভাজন। অন্যভাবে বলা যায় দ্বি-ভাজন হলো আদিকোষের অযৌন জনন প্রক্রিয়া যেখানে নিউক্লিয়ার বস্তু (DNA) সমান দু ভাগে বিভক্ত হয়। দ্বি-ভাজন পদ্ধতিই ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি তথা প্রজননের প্রধান উপায়। এ প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়াম কোষ বিভক্ত হয়ে সমআকারের দুটিতে পরিণত হয় এবং এভাবেই দ্রুত সংখ্যাবৃদ্ধি ঘটতে থাকে। প্রক্রিয়াটি নিম্নলিখিত উপায়ে সম্পন্ন হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই