৩.১৮ ভান্ডার ওয়ালস বল
এক পরমাণুক নিষ্ক্রিয় গ্যাস যেমন : He, Ne ইত্যাদিতে কোন ধরণের আকর্ষণ বল দেখা যায়।
এক পরমাণুক নিষ্ক্রিয় গ্যাস যেমন : He, Ne ইত্যাদির ক্ষেত্রে প্রধানত লন্ডন ডিসপারশন ফোর্স বা আবিষ্ট ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল দেখা যায়। কারণ এরা নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের মধ্যে অস্থায়ী ডাইপোল সৃষ্টি হয়, যা এক বনিয়াদ দ্বারা অপর পরমাণুর আশেপাশে একটি অস্থায়ী ডাইপোল সৃষ্টি করে।
সুতরাং সঠিক উত্তর হচ্ছে:
আবিষ্ট ডাইপোল-আবিষ্ট ডাইপোল
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই