থার্মোমিটার
এক কেলভিন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার কত ভগ্নাংশ?
তাপমাত্রার তাপগতীয় স্কেল বা পরম স্কেল (Thermodynamic scale or Absolute scale of temperature) : পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 K এবং ওই তাপমাত্রার অংশকে এক কেলভিন ধরে তাপমাত্রার 1/273.16 যে স্কেল গণনা করা হয় তাকে তাপগতীয় স্কেল বলে। এই স্কেল পদার্থের প্রকৃতি বা ধর্মের ওপর নির্ভরশীল নয়, কেবল তাপমাত্রার ওপর নির্ভরশীল, তাই একে তাপমাত্রার পরম স্কেলও বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
98.6° F তাপমাত্রার সমতুল্য থার্মোডায়নামিক তাপমাত্রা কত?
4.58mm পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয়বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধবিন্দু বলে।
পানির ত্রৈধবিন্দুর ওপর ভিত্তি করে বরফবিন্দুর তাপমাত্রা কত?
একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে —