যকৃত ,এর সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা
উপরে উল্লিখিত গ্রন্থি 'P' এর রক্ত সঞ্চয়ের ধারণক্ষমতা কত?
• উপরে উল্লিখিত গ্রন্থি 'P' হচ্ছে যকৃত। যকৃতের এর রক্ত সঞ্চয়ের ধারণক্ষমতা ১৫০০ ঘন সে.মি।
রক্ত সঞ্চয় (Blood Reservoir): প্লীহা ও অস্ত্র থেকে বেরিয়ে রক্তবাহিকাগুলো মিলিত হয়ে হেপাটিক পোর্টাল
শিরা গঠন করে। যকৃতের ভিতর দিয়ে রক্ত যদিও অনবরত প্রবাহিত হয় তারপরও এর রক্তবাহিকাগুলোসহ এ শিরা বিপুল পরিমাণ রক্তের ভান্ডার (reservoir) হিসেবে কাজ করে। যকৃত প্রায় ১৫০০ ঘন সে.মি. পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে যা দেহের বিভিন্ন রক্তক্ষরণজনিত ঘটনায় মূল রক্তসংবহনের সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই