রুই মাছের গঠন
উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
অস্থি দ্বারা গঠিত
অ্যানুলি থাকে
বয়স ও বৃদ্ধি নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
রুই মাছের দেহত্বক যে সব পাত-সাদৃশ্য পাতলা অস্থিময় গঠন দিয়ে আবৃত, তাদেরকে আঁইশ বলে । মাছের সমগ্র দেহকাণ্ড ও লেজ পাতলা, রূপালি চকচকে গোলাকার বা ডিম্বাকার, মিউকাসময় সাইক্লয়েড (cycloid) আঁইশে আবৃত থাকে।এদের ফোকাসের চারদিকে এককেন্দ্রিক বৃত্তাকারে সজ্জিত উঁচু আলের মতো কতকগুলো রেখা থাকে, এ রেখাগুলোকে সারকুলি (circuli; একবচনে circulus) বলে এবং এগুলো অস্থি উপাদানে গঠিত । সারকুলির মধ্যে কয়েকটি রেখা বেশ স্পষ্ট ও মোটা হয়ে থাকে। এদের বার্ষিক বৃদ্ধি রেখা (annual growth ring) বা অ্যানুলি (annuli; একবচনে annulus) বলে । এগুলোর সাহায্যে মাছের বয়স ও বৃদ্ধিহার নির্ণয় করা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোন ধমনি রুই মাছের Pectoral fin-এ রক্ত সরবরাহ করে?
রুই মাছের শিরাতন্ত্রে-
i. যুক্ত রক্ত পরিবাহিত হয়
ii. বৃক্ষীয় পোর্টালতন্ত্রের উপস্থিতিতে দেখা যায়
iii. সার্কুলাস সেফালিকাস নামক গঠন রয়েছে
নিচের কোনটি সঠিক?
কোনটি রুইমাছের প্রধান চলন অঙ্গ?
রাফিনের মা একটি বড় রুই মাছ কাটছিল। পাশে বসে রাফিন দেখলো মাছটির দেহ রূপালি গোলাকার পাত দ্বারা আবৃত। পরে আরো দেখতে পেলো মাছের দেহের ভিতরে একটি সাদা বেলুনের ন্যায় অঙ্গ।