মানব সংবেদী অঙ্গঃ চোখ

উদ্দীপকের 'A' চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য-
i. প্রতিবিম্ব তৈরি হয় ii. কোনকোষ উপস্থিত
iii. রডকোষ উপস্থিত
নিচের কোনটি সঠিক?

রেটিনা (Retina) : অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী কোষস্তরকে রেটিনা বা অক্ষিপট
বলে। রেটিনা ১০টি উপস্তর নিয়ে গঠিত। রেটিনায় দু'ধরনের স্নায়ুকোষ বা আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত উপস্তরটিই প্রধান। আলোক সংবেদী কোষ দুটি হলো-
১। রড কোষ (Rod cell) : এরা দণ্ডাকার এবং মৃদু আলোর প্রতি সংবেদনশীল। মানুষের চোখের রেটিনায় ১২ কোটি থেকে ১২ কোটি ৫০ লক্ষ রড কোষ থাকে। রড কোষে রোডোপসিন (thodopsin) নামক প্রোটিন এবং ভিটামিন A থাকে । ভিটামিন A এর অভাবে রড কোষ নষ্ট হয়ে যায়, তাই রাতকানা (night blindness) রোগ দেখা দেয়। এ কোষগুলো মৃদু বা অনুজ্জ্বল আলোতে (dim light) দর্শনে সহায়তা করে।
২। কোন কোষ (Cone cell) : এরা মোচাকার বা কোনাকৃতি এবং উজ্জ্বল বা তীব্র ও রঙিন আলোর প্রতি সংবেদনশীল। মানুষের চোখের রেটিনায় ৬০-৭০ লক্ষ কোন কোষ থাকে। কোন কোষে আইডোপসিন (iodopsin) নামক নীল রঞ্জক এবং সায়ানোপসিন (cyanopsin) নামক বেগুনি রঞ্জক থাকে। এরা বর্ণ শোষণে এবং ছবির সঠিক বিশ্লেষণে সক্ষম। মানুষের রেটিনাতে তিন ধরনের কোন কোষ থাকে যারা ভিন্ন ধরনের আলোর বর্ণ বা তরঙ্গদৈর্ঘ্যের প্রতি সংবেদনশীল। প্রথম ধরনের কোন কোষ লাল বা হলুদ বর্ণ (দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য), দ্বিতীয় ধরন সবুজ বর্ণ (মধ্যম তরঙ্গদৈর্ঘ্য) এবং তৃতীয় ধরন নীল বর্ণ (ছোট তরঙ্গদৈর্ঘ্য) অনুধাবন করে। এ কোষগুলো সমভাবে উদ্দীপ্ত হলে সাদা বর্ণ দৃষ্ট হয়। উভয় কোষের সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া ও অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। কোষগুলোর প্রান্তীয় সাইন্যাপটিক্যাল অংশ স্ফীত হয়ে বাল্ব গঠন করে যা দ্বিমেরু নিউরনের সাথে সিন্যাপস গঠন করে।
রেটিনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য অংশগুলো হলো-
(i) অন্ধবিন্দু (Blind spot) : রেটিনার যে স্থানে অপটিক স্নায়ু প্রবেশ করে সেখানে রড বা কোন কোষ থাকে না। ফলে ওই স্থানে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না, একে অন্ধবিন্দু বলা হয় ।
(ii) পীতবিন্দু (Yellow spot) : অন্ধবিন্দুর সন্নিকটে রেটিনার সবচেয়ে তীক্ষ্ণ অনুভূতিসম্পন্ন টোল খাওয়ানো সংক্ষিপ্ত অঞ্চলটিকে পীতবিন্দু বা ফোভিয়া সেন্ট্রালিস (fovea centralis) বলে। এতে কেবল কোন কোষ থাকে, রড কোষ থাকে না। এটি অতিরিক্ত আলো সংবেদী, তাই এখানে সবচেয়ে ভালো ও স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়।
(iii) অপটিক স্নায়ু (Optic nerve) : এটি দ্বিতীয় করোটিক স্নায়ু যা অক্ষিগোলকের অন্ধবিন্দু দিয়ে রেটিনায় বিস্তার লাভ করে । এটি দর্শনীয় বস্তুর অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দর্শন অনুভূতির সাথে সম্পর্কিত স্নায়ু কোনটি?
মানুষের বারো জোড়া করোটিক স্নায়ুর মধ্যে দুই (২) নং স্নায়ু
এক বিশেষ অঙ্গে গমন করেছে। এটি তিনটি স্তর দ্বারা গঠিত
হলেও ভিতরের স্তরটিতে দুটি বিশেষ ধরনের কোষ থাকে।
রায়হান একজন অন্ধলোককে ভিক্ষা করতে দেখে আশ্চর্যান্বিত হল। সে তার বাবাকে জিজ্ঞেস করল, কিভাবে অন্ধরা চলাফেরা করে। বাবা বললেন, যদিও তার দর্শন অঙ্গ অচল কিন্তু তার ভারসাম্য রক্ষাকারী সচল।