অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
হরমোনের নাম | উৎস | কাজ |
বিটা কোষ | ||
'x' | আলফা কোষ | |
পলিপেপটাইড | ডেলটা কোষ | পাক অষ্ট্রীয় ক্ষরণ বৃদ্ধি করে |
উদ্দীপকে উল্লিখিত ছক কোন গ্রন্থিকে নির্দেশ করে?
আকৃতি ও অবস্থান : অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি । বহিঃক্ষরা অংশের মধ্যে কিছু কোষ একত্রিত হয়ে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মত কতক কোযগুচ্ছ একেকটি অন্তঃক্ষরা গ্রন্থি সৃষ্টি করে। এগুলো আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। আবিষ্কারক Pauel Langerhans (1869) এর নামানুসারে এ কোষগুচ্ছ “আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস” নামে পরিচিত। এসব গ্রন্থিকোষের সম্মিলিত আয়তন মোট অগ্ন্যাশয় আয়তনের ১-২%। প্রতিটি দ্বীপগ্রন্থির কোষ দানাদার, বহুভূজাকার ও রক্তবাহিকা সম্বলিত । আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স চার ধরনের কোষে গঠিত : (১) আলফা কোষ থেকে গ্লুকাগন, (২) বিটা কোষ থেকে ইনসুলিন, (৩) ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় এবং (৪) PP কোষ থেকে প্যানক্রিয়েটিক পনিপেপটাইড ক্ষরিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই