মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া

উদ্দীপকে উল্লিখিত x অংশে জমা থাকে-
প্রোটিন
গ্লুকোজ
ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?
অতিসূক্ষ্ম পরিস্রাবণ বা আল্ট্রাফিস্ট্রেশন (Ultrafiltration): মূত্র তৈরির প্রথম ধাপ হচ্ছে রক্তের অতিসূক্ষ্ম পরিস্রাবণ । নেফ্রনের রেনাল করপাসলে এ পদ্ধতি সংঘটিত হয় । এ প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনি, রেনাল ধমনি এবং অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চচাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। সাধারণত অ্যাফারেন্ট আর্টারিওলের তুলনায় ইফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হওয়ায় গ্লোমেরুলাসে রক্তের উচ্চচাপ সৃষ্টি হয় । এ হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড প্রভৃতি কৈশিকজালিকার এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেস-এ জমা হয় । এ পরিদ্রুত তরলকে গ্লোমেরুলার ফিলট্রেট (glomerular filtrate) বা প্রাথমিক মূত্র বলে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দূরবর্তী প্যাঁচানো নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিকনালিকায় প্রবেশ করে ?
টিউবিউলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে অভিযোজিত কারণ-
সাইটোপ্লাজমে বেশি গলজিবস্তু থাকে
রক্তের কৈশিকজালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে
কোষগুলোর শোষণতল বেশি
নিচের কোনটি সঠিক ?
মানবদেহে বর্জ্য নিষ্কাশনে সাধারণত দু'টি বৃক্ক থাকে। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক তথা নেফ্রনসমূহ মূত্র তৈরিতে সাহায্য করে থাকে।
উদ্দীপকের অঙ্গ দু'টি থেকে নিঃসৃত হরমোন কী কী ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে-
মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে
রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে
রক্তের pH নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
প্রাণিবিজ্ঞান ক্লাসে মানবদেহের একটি অঙ্গের গঠন বর্ণনা করতে গিয়ে শিক্ষক বলেন, এটি আকারে অনেকটা সিম বীজের মতো এবং এটি লালচে খয়েরি রঙের।
উদ্দীপকে বর্ণিত অঙ্গটির অন্তঃগঠনে পাওয়া যায়-
অ্যালভিওলাস
রেনাল পিরামিড
পেলভিস
নিচের কোনটি সঠিক?