১.১ বায়ুমণ্ডল এর গঠন, উপাদান
উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা ও ঘনত্ব কমতে থাকে-
ট্রপোমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা ও ঘনত্ব কমতে থাকে।
ট্রোপোস্ফিয়ার : ভূপৃষ্ঠ থেকে km উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে
ট্রোপোস্ফিয়ার (troposphere) বলে। এ স্তরের বায়ুচাপ mm(Hg) থেকে
ওপর দিকে কমতে থাকে এবং তা km উচ্চতায় প্রায় mm(Hg)
বায়ুচাপ থাকে। এতে তাপমাত্রাও ওপর দিকে কমতে থাকে। প্রতি কিলোমিটার
উচ্চতায় তাপমাত্রা হারে হ্রাস পেয়ে km উচ্চতায় প্রায় (বা,
K) পর্যন্ত হয়।
এ ট্রোপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রায় সব
ধরনের বিমান এ অঞ্চলেই চলাচল করে। তাই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডলও বলা
হয়। অপরদিকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারকে
শান্তমণ্ডলও বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এ অঞ্চল
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই