২.৪ সমানুকরণ : জ্যামিতিক ও আলোক সমানুতা
আলোক সমাণুসমূহ—
i. কাইরাল কেন্দ্রবিশিষ্ট
ii. দু'টি সমাণু অবশ্যই পরস্পরের দর্পণ -
প্রতিবিম্ব হবে
iii. তল- সমবর্তিত আলোর ক্ষেত্রে পার্থক্য
দেখায় না
নিচের কোনটি সঠিক?
আলোক সমানু হওয়ার শর্ত :
১.) অপ্রতিসম বা কাইরাল কেন্দ্র থাকতে হবে।
২.) উভয় সমানুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে।
৩.) উভয় কনফিগারেশন পরস্পরের অসমপতিত হয়।
৪.) এক সমতলীয় আলোর তলকে ডানে বা বামে ঘুরিয়ে থাকে , তথা আলোক সক্রিয় হয়।
Cis বা Trans মূলত জ্যামিতিক সমানুতা প্রদর্শন এর জন্য ব্যবহার করা হয়। আলোকস সমান ও তার সাথে এদের কোন সম্পর্ক নেই।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোনটি জ্যামিতিক সমাণুর সাথে সম্পর্কিত?
CHO আণবিক সংকেতের ক্ষেত্রে-
i. অবস্থান ও চেইন সমাণুতা পাওয়া যায়
ii. অ্যালকোহল ও ইথারের সমাণু পাওয়া যায়
iii. মেটামার সমাণু পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
পারমাণবিক পুনর্বিন্যাস বা সমাণুকরণ বিক্রিয়াকে 1, 2-শিফট পুনর্বিন্যাসে বিক্রিয়া বলা হয় কেন?
যৌগটিতে কয়টি কাইরাল কার্বন আছে?