১.১৮ মিঠা পানি, পানি দূষণ,পানির বিশুদ্ধতার মানদন্ড
আর্সেনিক দূষণের দ্বারা যা ঘটতে পারে তা হচ্ছে-
আর্সেনিকোসিস
রক্তের শ্বেত ও লোহিত কণিকা হ্রাস পায়
অস্থি ভঙ্গুরতা ঘটে
নিচের কোনটি সঠিক?
আর্সেনিক দূষণের দ্বারা আর্সেনিকোসিস হতে পারে এছাড়াও রক্তের শ্বেত ও লোহিত কণিকা হ্রাস পেতে পারে।
এই দূষণের ফলে অস্থি ভঙ্গুরতা বা হাড়ের ভঙ্গুরতা ঘটতে পারে। আর্সেনিক একটি বিষাক্ত ধাতু যা দীর্ঘমেয়াদে শরীরে জমা হলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। এর মধ্যে অন্যতম হলো অস্থি ভঙ্গুরতা, যা হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় এবং হাড়কে দুর্বল করে তোলে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি ড্রেন থেকে 1000 mL ময়লা পানি সংগ্রহ করে তার COD নির্ণয়ের জন্য DO পরিমাপ করতে গিয়ে দেখা গেল 50 ml নমুনা পানির জন্য 0.015 N Na2S2O3 দ্রবণের 10 mL লেগেছে। ঐ নমুনা পানিতে H2SO4 ও K2Cr2O7 যোগ করার 3 ঘন্টা পর পুনরায় DO নির্ণয় করতে গিয়ে দেখা গেল এর 50ml পানির জন্য 0.015 N Na2S2O3 দ্রবণের 3.5 ml লেগেছে। ঐ নমুনা পানির COD কত।,
কোনটি সঠিক?
কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয়?
পানিতে দ্রবীভূত অক্সিজেনের (DO) পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে?