আবৃতবীজী উদ্ভিদ
আর্কিগোনিয়ামে ডিম্বাণু থাকে-
ফার্ন উদ্ভিদে
নগ্নবীজী উদ্ভিদে
আবৃতবীজী উদ্ভিদে
নিচের কোনটি সঠিক?
আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য (Characteristics of Angiosperm)
১। উদ্ভিদ স্পোরোফাইট (রেণুধর), পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ।
২। গর্ভকেশর (carpel) সাধারণত গর্ভাশয় (ovary), গর্ভদণ্ড (style) এবং গর্ভমুণ্ড (stigma)— এ তিন অংশে বিভক্ত।
৩। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ।
৪। ডিম্বক (ovule) গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয় তাই বীজ ফলের ভেতরে থাকে।
৫। শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন, পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়।
৬। এদের দ্বিনিষেক ঘটে, নিষেকের পর সস্য (endosperm) গঠন আরম্ভ হয়। তাই বীজের সস্য ট্রিপ্রয়েড (3n)।
৭। কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া উন্নত বৈশিষ্ট্য ।
৮। জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেলকোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে ।
৯। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে ।
১০। গ্যামিটোফাইট খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল
১১। শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়াম অনুপস্থিত।
১২। সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই