genetic engineering, nanotechnology
আরিয়া স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে হাতের আঙ্গুলের ছাপ দিতে হয়।
আরিয়ার গবেষণার প্রয়োগক্ষেত্রগুলো-
i. চিকিৎসা
ii. খাদ্য শিল্পে
iii. জ্বালানি ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
আরিয়া স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে, যা সাধারণত ন্যানোস্কেলে গবেষণার ইংগিত দেয়।
ন্যানোপ্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে যেমন চিকিৎসা, খাদ্য শিল্প এবং জ্বালানি ক্ষেত্রে।
চিকিৎসা: ন্যানোপ্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে ড্রাগ ডেলিভারি এবং ডায়াগনস্টিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খাদ্য শিল্প: ন্যানোপ্রযুক্তি খাদ্য প্রসেসিং এবং খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়।
জ্বালানি ক্ষেত্র: ন্যানোটেকনোলজি জ্বালানি উৎপাদন ও সংরক্ষণে যেমন জ্বালানি সেলে এবং সৌরপ্যানেলে ব্যবহৃত হয়।
অতএব, আরিয়ার গবেষণার প্রয়োগক্ষেত্র i. চিকিৎসা, ii. খাদ্য শিল্পে এবং iii. জ্বালানি ক্ষেত্রে প্রযোজ্য।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ড. হাসান একটি অর্থকরী উদ্ভিদ নিয়ে গবেষণাকালে দেখতে পান যে, এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে উদ্ভিদটি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তিনি ঐ ব্যাকটেরিয়ার গাঠনিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে একটি স্ট্রেইন উদ্ভাবন করলেন যা এমন একটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন করে যা ঐ উদ্ভিদের ঐ রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
ড. হাসান গবেষণার ফলে যেসব সুফল পাওয়া সম্ভব হবে সেগুলো হলো-
i. শিল্প কারখানার উৎপাদন বাড়ানো
ii. মানবত্বকের ক্যান্সার নিরাময়
iii. রোগ প্রতিরোধক ঔষধ উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ন্যানোপ্রযুক্তির জনক কাকে বলা হয়?