প্রবাস বন্ধু
আরমান সাহেব চাকরিসূত্রে আফগানিস্তান যান। সেখানকার ভৌগোলিক পরিবেশ তাকে মুগ্ধ করে। তিনি যে বাংলোয় থাকেন সেখানে তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিটি যথেষ্ট রসিক। সে আরমান সাহেবকে বিভিন্ন স্বাদের খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রসিক ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সুন্দর সময় কাটে আরমান সাহেবের।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমাদের পূর্বদিকের দেশ মিয়ানমার। সেই দেশে ভ্রমণের ফলে লেখক বিপ্রতাশ বড়ুয়া যেসব অভিজ্ঞতা লাভ করেন, তার কিছু বিবরণ ‘মংডুর পথে’ পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে ওই দেশে সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যাবসাবাণিজ্য সম্পর্কে একটি ধারণা এ ভ্রমণকাহিনি থেকে পাওয়া যায় ।
জামাল সাহেব একবার শিক্ষা সফরে রাঙামাটি যান। সেখানে ছিল তার বন্ধুর বাড়ি। বন্ধু শিপন সাহেবও জামাল সাহেবকে পেয়ে ব্যাপক আপ্যায়ন করেন। নানা রকম খাবারের আয়োজন করেন। শিপন সাহেব জামাল সাহেবকে তাক লাগিয়ে দেন এবং তাকে জানান আরও বেশি কিছু আয়োজন করতে যাচ্ছেন। জামাল সাহেবের অনীহা সত্ত্বেও শিপন সাহেব এ কাজগুলো করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।