ফ্যারাডে ও লেঞ্জের সূত্র
আবিষ্ট তড়িচ্চালক শক্তির দিক সম্পর্কে ধারণা দেন কে?
কোনো কুণ্ডলীতে কখন কীভাবে তড়িচ্চালক বল আবিষ্ট হয় তা ফ্যারাডের সূত্র হতে আমরা জেনেছি যা ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশ সূত্র নামে পরিচিত। তবে বিজ্ঞানী লেন্জ তড়িচ্চালক বলের ফলে সৃষ্ট তুড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সে সম্পর্কে সূত্র প্রদান করেন এবং যথাযথ ব্যাখ্যা দেন। এই সূত্রকে তড়িৎ চুম্বকীয় আবেশের দিকের ক্ষেত্রে লেন্জ-এর সূত্র বলা হয়। সূত্রটি নিম্নরূপ— সূত্র : যে কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা সৃষ্টি হওয়ামাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
লেনজের সূত্র থেকে জানা যায়—
আবিষ্ট তড়িচ্চালক বল
আবিষ্ট তড়িৎ প্রবাহ
আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক
নিচের কোনটি সঠিক?
0.1 m × 0.05 m মানের একটি আয়তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100 । এটিকে 0.1 Wbm-2 প্রাবল্যের চুম্বক ক্ষেত্রের সমকোণে রাখার পর ক্ষেত্র প্রাবল্য 0.05 sec-এ কমে 0.05 Wbm-2 হয় । তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল কত?
নিচের চিত্রে NS একটি দণ্ড চুম্বক, A একটি বদ্ধ কুণ্ডলী যার সাথে গ্যালভানোমিটার G যুক্ত।

চুম্বকের উত্তর মেরুকে ধীরে ধীরে কুণ্ডলীর মধ্যে প্রবেশ করালে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেখাবে
চুম্বককে থামালে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত অবস্থানে থাকবে
চুম্বককে ধীরে ধীরে কুণ্ডলীর মধ্য হতে বাইরে আনলে গ্যালভানোমিটারের কাঁটা বিপরীত দিকে বিক্ষেপ দেখাবে
নিচের কোনটি সঠিক?
এক বদ্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক বল আবিষ্ট হয় তখনই যখন—
কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হ্রাস পায়
কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ স্থির থাকে
কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?