তাহারেই পড়ে মনে
আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারলো যে, ঐদিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা, সবাই নতুন জামা পড়েছে, বাড়িতে অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বললো। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো কারণ তিন বছর পূর্বের এই দিনেই তার বাবা মারা যায়।
উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে-
i. নির্লিপ্ততা
ii. প্রিয়জন হারানোর বেদনা
iii. স্মৃতিকাতরতা
নিচের কোনটি সঠিক?
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি প্রকৃতি ও মানবমনের সম্পর্কের কথা প্রকাশ করেছেন।
কবির ব্যক্তিজীবনের হৃদয়ের স্বজন হারানোর বেদনা ও প্রকৃতির বসন্তের রুপ আস্বাদনে বিমুখ ও উদাসীন করেছিল,যার ফলশ্রুতিতে প্রত্যেক বসন্ত ঋতু আসলেই তিনি স্মৃতি কাতার হয়ে পরেন। যা উদ্দীপকের আফরোজা ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মধ্যে যুগপৎভাবে ফুটে উঠেছে। আফরোজাও তার বেদনার জন্য নির্লিপ্ত হয়ে পরেছিল যা কবি ও মধ্যে ও দেখা যায়
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পড়ে কেন জানি না।"
উদ্দীপকের 'তারে' 'তাহারেই পড়ে মনে' কবিতার নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
"ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাকের ঝরা ফুলগুলি।"
উদ্দীপকের 'গানের বুলবুলি' তাহারেই পড়ে মনে কোন প্রসঙ্গোর অবতারণা করে?
'আমি এখন রিক্ত শূন্য/মন পড়ে রয়েছে তার জন্য।'
উদ্দীপকের 'তার' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন বিষয়কে স্মরণ করায়?
সৈয়দ নেহাল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?