প্রজনন জনিত সমস্যা, যৌনবাহিত রোগসমূহের লক্ষণ ও প্রতিকার
অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা আর্ট প্রয়োগ করা হয় কোন রোগের চিকিৎসায়?
চিকিৎসা
এইডস রোগ নিরাময়ের সফল কোনো ওষুধ বা প্রতিরোধের কোনো ভ্যাকসিন আজও আবিষ্কার করা সম্ভব হয়নি । তবে এর সংক্রমণ বিলম্বিত করতে এবং তীব্রতা কমাতে চিকিৎসক কিছু ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন । বর্তমানে এন্টিরেট্রোভাইরাল থেরাপি (Antiretroviral therapay, ART) দ্বারা এইডস রোগের চিকিৎসা করা হয় । এ চিকিৎসায় তিন প্রকার ওষুধ ব্যবহৃত হয়, যথা-১. নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর (NRTI) গ্রুপের ওষুধ, যেমন- Zidovudine, Azidothymidine ইত্যাদি; ২. নন-নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর (NNRTI) গ্রুপের ওষুধ, যেমন- Delviridine, Nevirapine ইত্যাদি এবং ৩. প্রোটিয়েজ ইনহিবিটর (PI) গ্রুপের ওষুধ, যেমন- Indinavir, Ritonavir ইত্যাদি । NRTI গ্রুপের ওষুধ HIV এর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে অকেজো করে প্রতিলিপি সৃষ্টিতে বাঁধা দেয় । অন্যদিকে NNRTI ও PI গ্রুপের ওষুধ HIV এর প্রোটিয়েজ এনজাইমকে নিষ্ক্রিয় করে সংক্রমণ বিলম্বিত করে । এইডস চিকিৎসায় এক প্রকার ওষুধ কম কার্যকর, তাই সম্মিলিতভাবে ওষুধ দেয়া হয় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
HIV সংক্রমণের কারণ হতে পারে-
নিচের কোনটি সঠিক?
সিফিলিস রোগের লক্ষণ হলো-
নিচের কোনটি সঠিক?
উদ্দিপকের উল্লিখিত চিহ্নিত রোগের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
AIDS রোগের লক্ষণসমূহ
i. দ্রুত ওজন কমে যাওয়া
ii. দীর্ঘমেয়াদি জ্বর হওয়া
iii. প্রসাবে জ্বালা করা
নিচের কোনটি সঠিক?