অস্থিভঙ্গ ও অস্থিসন্ধিতে আঘাত এবং এদের প্রাথমিক চিকিৎসা
অস্থিভঙ্গ সাধারণত তিনভাবে হয়ে থাকে । এক ধরনের অস্থিভঙ্গ দুই টুকরা হয় এবং চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে না।
উদ্দীপকে যে অস্থিভঙ্গ নির্দেশ করে তার প্রাথমিক চিকিৎসা হল -
I.ভঙ্গ অস্থি সঠিক স্থানে স্থাপন করা
ii.আঘাত প্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখা
iii.ভঙ্গ স্থানে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করা
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকে সাধারণ অস্থিভঙ্গ বা বদ্ধ ধরনের হাড়ভাঙা সম্পর্কে বলা হয়েছে।এ ধরনের অস্থিভঙ্গের ক্ষেত্রে অস্থিটি ২ টুকরা হয় তবে চামড়া ভেদ করে বেরিয়ে আসে না। এ সময় আঘাতপ্রাপ্ত স্থান সহজেই ফুলে যায় , রক্ত জমে কাল শিরা পড়ে।প্রাথমিক চিকিৎসা হিসেবে -
ভঙ্গ অস্থি সঠিক স্থানে স্থাপন করা,
আঘাত প্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখা, ভঙ্গ স্থানে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করার কাজ করতে হবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
খেলতে গিয়ে বাদলের হাতের ঊর্ধ্ববাহুর হাড় আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে গেলে ডাক্তার বললেন হাড় ভেঙে গেছে। হাড়ের টুকরা ত্বক ভেদ করে বেড়িয়ে না এলেও চিকিৎসক তাকে প্লাস্টার লাগিয়ে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেন।
রাকিবের দেহের সবচেয়ে লম্বা অস্থিটির একটি জায়গায় ভেঙ্গে গেছে কিন্তু ভাঙ্গা অংশ চামড়ার বাইরে বের হয়ে যায়নি। ডাক্তার তার পা পরীক্ষা করে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেন।
ফুটবল মাঠে পড়ে গিয়ে রনি পায়ে আঘাত পায়। আঘাতের ১০ মিনিটেই পায়ের সন্ধি ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। এক্সরে করার পর দেখা গেল তার হাড় ভাঙ্গেনি।
ফুটবল খেলতে গিয়ে সামির ডান পা হাঁটুর নিচে ভেঙ্গে যায়। তাঁর বড় ভাই বিজ্ঞানের ছাত্র। সে তাকে সান্ত্বনা দিয়ে বলল, "চিন্তার কারণ নেই। ধৈর্য্য ধর। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে এটি সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ। অস্থি হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে সুদৃঢ় টিস্যু।