প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ)
অমরা গঠনে অংশগ্রহণকারী বহিঃভ্রূণীয় পর্দা হলো
খ. অ্যালানটয়েস (Allantois): ভ্রূণীয় অন্ত্রের পশ্চাৎ অংশে মেসোডার্ম ও এন্ডোডার্মে গঠিত থলির মতো যে উপবৃদ্ধি সৃষ্টি হয়ে কোরিওনের নিচে বিন্যস্ত হয়, তাকে অ্যালানটয়েস বলে। এতে রক্তবাহিকা ও জালিকা থাকে। জ্যালানটয়েস বাইরের দিকে বর্ধিত ও কোরিওনের সঙ্গে যুক্ত হয়ে রক্তবাহিকা-সমৃদ্ধ অ্যালানটো-কোরিওন allanto-chorion) সৃষ্টি করে।
কাজ: (i) ভ্রূণের শ্বসনে সাহায্য করে। (ii) ভ্রূণের রেচনে সাহায্য করে। (iii) অ্যালানটো-কোরিওন অমরা গঠনে সক্রিয় অংশগ্রহণ করে।
গ. কোরিওন (Chorion): ভ্রূণের সর্ববহিঃস্থ আবরণ যা এক্টোডার্ম ও মেসোডার্মে গঠিত হয়, তাকে কোরিওন বলে।
কাজ: (i) অ্যালানটয়েসের সঙ্গে মিলিতভাবে শ্বসনে ও পুষ্টি সরবরাহে সাহায্য করে।
(ii) অমরা গঠনে অংশগ্রহণ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অমরার কাজ-
গ্যাসীয় বিনিময়
হরমোন নিঃসরণ
বিপাক ও প্রোটিন সংশ্লেষ
নিচের কোনটি সঠিক?
অমরা গঠনকারি বহিঃভ্রূণীয় পর্দা হলো-
মেসোডার্মাল স্তর থেকে উদ্ভুত কোনটি?
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জীবনে ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে।
উদ্দিপকের অঙ্গটির কাজ-
নিচের কোনটি সঠিক?