বর্ণালীর প্রকারভেদ সমূহ
অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি?
অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য = 10-3 m - 4 × 10-7 m বা (0.780-1000) মাইক্রোমিটার।
অবলোহিত রশ্মি অনেক কাজে ব্যবহার করা হয়।
১.) রিমোট কন্ট্রোল, ফিজিওথেরাপি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার হয়।
২.) ক্যান্সার নির্ণয়ে, সেন্সর পালস হিসেবে, জৈব যৌগের গঠন নির্ণয়ে, জ্যোতিবিদ্যায়, সৌর চুল্লিতে ব্যবহার হয়।
৩.) আবহাওয়ার পূর্বাভাস দিতে, অন্ধকারে দেখার গগলস ও অন্ধকারে ছবি তোলার জন্য ব্যবহার হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই