ক্যারিওকাইনেসিস
অপত্য ক্রোমোজম মেরুমুখী হয় কোন পর্যায়ে?
অ্যানাফেজ-১ (Anaphase- 1 )
i. সমসংস্থ ক্রোমোসোম দু'টি আলাদা হয়ে পরস্পর বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এর ফলে দু'দিকে সমসংখ্যক দুই সেট ক্রোমোসোম যেতে থাকে।
ii. প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার মেরুর দিকে অগ্রগামী আর ক্রোমাটিডগুলো পশ্চাত্বর্তী থাকে।
iii. ক্রোমোসোম সূত্রের সংকোচন ও অন্যান্য কারণে ক্রোমোসোমের মেরুমুখী চলন ঘটে। ফলে চলনের সময় ক্রোমোসোমগুলোকে V, L, J, I প্রভৃতি আকৃতির দেখায়।
iv. প্রতিটি ক্রোমোসোমে দু'টি করে ক্রোমাটিড (chromatid) থাকে। প্রত্যেক মেরুমুখী ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ক্যারিওকাইনেসিস এ-
i. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
ii. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের কোষ বিভাজনে-
ক্রোমোজোম V,L,J,I এর মতো দেখা যায়
নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়
ক্রোমোজোম একবার বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
শিক্ষক উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের একটি পর্যায় নিয়ে আলোচনা করেছিল। যেখানে অপত্য ক্রোমোজমগুলো দু'মেরুতে অবস্থান করে ও জলযোজন ঘটে।
শিক্ষকের বর্ণিত পর্যায়টি মাইটোসিসের কোন পর্যায়?
X চিহ্নিত অংশের নাম কী?