পরিপাক, মুখগহ্বর ও পাকস্থলীর খাদ্য পরিপাক প্রক্রিয়া ও লালাগ্রন্থি
অন্ননালি কোথায় উন্মুক্ত হয়?
পাকস্থলীর যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তাকে কার্ডিয়া বলে। পাকস্থলী নিম্নোক্ত কয়েকটি অংশে বিভক্ত-
i. যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তা কার্ডিয়া (cardia)।
ii. কার্ডিয়ার বাম পাশে পাকস্থলি-প্রাচীর যা গম্বুজাকার ধারণ করে তা ফানডাস (fundus)
iii. ডান অবতল ও বাম উত্তল কিনারা যথাক্রমে ছোট ও বড় বাঁক(lesser and greater curvatures)
iv. যে অংশটি ডিওডেনামে উন্মুক্ত হয়েছে তা পাইলোরাস
(pylorus)
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই