পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার
অনৈচ্ছিক পেশি সাধারণত অবস্থান করে -
পৌষ্টিকনালিতে
চোখে ও জিহ্বায়
শ্বাসনালিতে
নিচের কোনটি সঠিক?
অনৈচ্ছিক/মসৃণ/অরৈখিক/ভিসেরাল পেশি (Involuntary/Smooth/Non striated / Visceral Muscle)
যেসব পেশিটিস্যুর সঙ্কোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে অনৈচ্ছিক পেশি বলে ।
অবস্থান : মানুষের বিভিন্ন আন্তরযন্ত্রীয় অঙ্গ (visceral organs) যেমন- পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে এ পেশি পাওয়া যায় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মানবদেহে কঙ্কালপেশি চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না।
হাতের সঞ্চালনের চেয়ে পেশি সহায়তা করে-
বাইসেপস পেশি
ট্রাইসেপস পেশি
ডেলটয়েড পেশি
নিচের কোনটি সঠিক?
ইন্টারক্যালেটেড ডিস্ক নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পেশিটি-
কয়েকশ নিউক্লিয়াস নিয়ে গঠিত
একটি কোষ দ্বারা গঠিত
আড়াআড়ি দাগযুক্ত
নিচের কোনটি সঠিক?
পশ্চাৎপদের দু'টি অস্থির সন্ধিস্থলে প্যাটেলা নামক অস্থি রয়েছে। এসকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে।