যৌন জনন ও নিষেক
অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে কোন ধরনের ভ্রণথলি দেখা যায়?
অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে পলিগোনাম টাইপ বা মনোস্পোরিক ধরনের ভ্রূণথলি দেখা যায়, যেখানে একটি মাত্র মেগাস্পোর থেকে ভ্রূণ তৈরি হয়। এটি প্রায় ৭০% এর বেশি আবৃতবীজী উদ্ভিদে দেখা যায় এবং এদের মধ্যে ভ্রূণথলির গঠন সাধারণত ৮-কোষ বিশিষ্ট হয়, যেখানে একটি ডিম্বাণু, দুটি সিনারজিড, দুটি মেরুনিউক্লিয়াস এবং তিনটি অ্যান্টিপোডাল কোষ থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই