হৃদপিন্ড,কপাটিকা এবং কার্ডিয়াক চক্র

'X' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য কোনটি?
X চিহ্নিত পেশি হলো কার্ডিয়াক পেশি।
হৃৎপিণ্ডের প্রাচীরের মায়োকার্ডিয়াল স্তর বিশেষ ধরনের পেশি দিয়ে গঠিত যাকে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি বলে । এ পেশির কিছু বৈশিষ্ট্য রৈখিক বা কঙ্কাল পেশির মতো হলেও প্রকৃত পক্ষে এরা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। অসংখ্য নলাকার পেশিতন্তু নিয়ে এ পেশি গঠিত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিভিন্ন কপাটিকা ও নোডের ক্রিয়ায় আমাদের হূৎপিণ্ড স্বয়ংক্রিয় এবং স্বতস্ফূর্তভাবে চলতে থাকে।
হৃদপিণ্ডের উপরের দিকের প্রসারণ এর ক্ষেত্রে–
নিলয় প্রসারিত হয়
ত্রিপত্রী ও দ্বিপত্রী কপাটিকা বন্ধ থাকে
অলিন্দের মধ্যবর্তী চাপ কমে যায়
নিচের কোনটি সঠিক?
মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত?