পেপার ক্রোমাটোগ্রাফি
Rf এর ক্ষেত্রে যা প্রযোজ্য-
i) দ্রব ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত
ii)দ্রাবক ও দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত
iii) মান 1.0 এর কম হয়?
নিচের কোনটি সঠিক?
Rf এর বৈশিষ্ট্য :
(ক) Rf হলো দুটি দূরত্বের অনুপাত; তাই এর কোনো একক নেই ।
(খ) দ্রাবকের চেয়ে উপাদানের স্পটগুলো ধীরে চলে ফলে Rf এর মান 1 থেকে কম হবে।
(গ) Rf এর মান থেকে উপাদান শনাক্ত করা যায়।
(ঘ) দ্রাবকের প্রকৃতির ওপর Rf এর মান নির্ভরশীল । দ্রাবক পরিবর্তন করলে Rf এর মানের পরিবর্তন ঘটে ।
এ পদ্ধতিতে অ্যামাইনো এসিড, লিপিডসমূহ, স্টেরোয়েডসমূহ, হরমোনসমূহ, নিউক্লিয়োসাইড, নিউক্লিয়োটাইডসমূহ পৃথকীকরণ ও শনাক্তকরণ করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই