৩.১৩ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও লিগ্যান্ড
PCl3 এর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতাস্তরে মুক্ত ও বন্ধন ইলেকট্রন জোড় কয়টি?
PCl₃ (ফসফরাস ট্রাইক্লোরাইড) অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হলো ফসফরাস (P)। ফসফরাসের যোজ্যতাস্তরে মোট ৫টি ইলেকট্রন থাকে। PCl₃ অণুতে ফসফরাস তিনটি ক্লোরিন (Cl) পরমাণুর সাথে তিনটি একক বন্ধন গঠন করে, যার ফলে ৩টি বন্ধন ইলেকট্রন জোড় থাকে। এছাড়া, ফসফরাসের যোজ্যতাস্তরে একটি নিঃসঙ্গ (মুক্ত) ইলেকট্রন জোড় থাকে12.
সুতরাং, PCl₃ অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতাস্তরে ৩টি বন্ধন ইলেকট্রন জোড় এবং ১টি মুক্ত ইলেকট্রন জোড় থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই