আলোক তড়িত ক্রিয়া
P ও Q দুটি এক্স রশ্মি মেশিনে অ্যানোড ও ক্যাথোড এর মধ্যে বিভব পার্থক্য যথাক্রমে 50 kV ও 30 kV। P মেশিনে ক্যাথোড হতে নির্গত ইলেকট্রনের বেগ কত?

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পটাশিয়ামের কার্য-অপেক্ষক হলো 2.0 eV। 3500Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে ঐ ধাতুর উপর 7800Å ও 4450Å তরঙ্গদৈর্ঘ্যের যথাক্রমে লাল ও নীল আলো আপতিত করা হলো।
মডার্ন ফিজিক্স ল্যাবরেটরীতে দেখা যায়, 3000 তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি 6.56 × 10 Hz সূচন কম্পাংকের একখণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটো-ইলেকট্রন নির্গত হয়।
প্ল্যাঙ্কের ধ্রুবক, h=6.63×10J-S
একটি ধাতুর সূচন কম্পাঙ্ক প্লাঙ্কের ধ্রুবক ধাতুটির কার্যাপেক্ষক কত?
কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত একটি ফোটনের সাথে কয়টি ইলেকট্রনের সংঘর্ষ হয়?