মায়োসিস এর ধাপ
Meiosis বিভাজনের কোন পর্যায়ে Bivalent chromosome দেখা যায়?
জাইগোটিন (Zygotene-গ্রিক শব্দ zygos yoke-জোয়াল, জোড়া; tene thread- সুতা): এ উপ-পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম' (একটি 'মাতা' হতে আগত এবং অন্যটি 'পিতা' হতে আগত) একটি জোড়ার সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোসোমন্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণই এ জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোসোমন্বয়ের একপ্রান্ত হতে আরম্ভ হয়ে অন্যপ্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দু'দিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে।
দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস (synapsis) বলে। প্রতিটি জোড়বাঁধা ক্রোমোসোম জোড়াকে বাইভেলেন্ট (bivalent) বলে। কোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট সৃষ্টি হবে। নিউক্লিয়োলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনো দেখা যায়। প্রাণিকোষের ক্ষেত্রে সেন্ট্রিয়োলে বিভক্তির সূচনা ঘটে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্যাকাইটিন উপদশায় ঘটে—
ক্রসিং ওভার ঘটে
প্রতিটি ক্রোমোজমকে সেন্ট্রমিয়ার ব্যতিত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়
প্রতিটি বাইভালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে
মায়োসিস-১ বিভাজনের দীর্ঘস্থায়ী দশার বৈশিষ্ট্য কোনটি?
প্রাণিকোষে কোন উপপর্যায়ে ক্রোমোসোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়?

উদ্দীপকের বিভাজনটি মূলত-
মায়োসিস-১
মায়োসিস-২
এক ধরনের মাইটোসিস
নিচের কোনটি সঠিক?