কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল
m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল T, বস্তুটির ওপর কেন্দ্রমুখী বলের মান কত ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
0.2kg ভরের একটি বস্তুকে 0.5m লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকারে 4rads-1 বেগে ঘোরালে রশির ঘূর্ণায়মান টান কত N হবে?
কেন্দ্রমুখী বল—
একটি কার্যহীন বল
এটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে
এর মান
নিচের কোনটি সঠিক?
বোরের হাইড্রোজেন পরমাণু মডেলে একটি ইলেকট্রন একটি প্রোটনের চারদিকে 5.2 × 10-11 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18 × 106 ms-1 বেগে প্রদক্ষিণ করে।
ইলেকট্রনের ভর 9.1 × 10-31 kg হলে কেন্দ্রমুখী বল কত হবে?
কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ-