২.৭ UV রশ্মি, জাল টাকা, IR রশ্মি, এবং এদের ব্যাবহার, MRI
IR বা অবলোহিত বর্ণালি বলতে কি বুঝ? চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার উল্লেখ করো।
IR অবলোহিত বর্ণালী:
IR (Infra-red) বা অবলোহিত বর্ণালী হলো কম্পন বর্ণালী। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 780 থেকে পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চল হচ্ছে অবলোহিত রশ্দি অঞ্চল । চিকিসাক্ষেত্রে IR রশ্মির ব্যবহার:
১. near-IR রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে শোষিত অক্সিজেন কতটুকু আছে তা পরিমাপের মাধ্যমে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয়। পরে DOT ( diffuse optical tomography) পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা যায়। সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে সিটি স্ক্যানিং কাজে এটি একটি কার্যকর পদ্ধতি।
২. Far-IR রশ্মি দেহের ত্বক ভেদ করে 4cm গভীরে যেতে পারে। দেহে আরামদায়ক উষ্ণতা দেয়। রক্তের শ্বেত-কণিকা ও রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধিতে far-IR রশ্মি সহায়তা করে।মূলত ব্যাথা বেদনা উপশম ও স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসেবে far-IR রশ্মি ব্যবহৃত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই