১.৬- বুন্সেন বার্নার, রিয়েজেন্ট বোতল
H2SO4 একটি-
সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ
পানিশোষী পদার্থ
ত্বকে ক্ষতকারী সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ।
এসিড একটি মারাত্মক ক্ষয়কারী, তীব্র জারক ও তীব্র-নিরুদক। এ এসিড বাষ্প চোখ, মুখ, শ্বাসনালিতে প্রদাহ ও ত্বকে ফোস্কা সৃষ্টি করে। এমনকি ফুসফুসও আক্রান্ত হয়। ত্বকে পড়লে ক্ষত সৃষ্টি করে। মাটিতে ও পানিতে মিশলে মানের দ্রুত হ্রাস ঘটে। জলজ প্রাণী ও উদ্দিদের ইকোসিস্টেমের বিপর্যয় ঘটে। মাটির অণুজীবকে ধ্বংস করে। ফলে ঐ মাটিতে আর উদ্ভিদ জন্মাতে পারে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই