ডেটাবেজের ধারণা ও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
DBMS-এর প্রধান কাজ কতটি?
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (ডিবিএমএস) হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ডেটা/তথ্য/রেকর্ড একসেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। DBMS ব্যবহার করে ডেটাবেজ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও আধুনিকীকরণের কাজ করা হয়। তথ্য ব্যবস্থাপনাকে সুন্দর ও কার্যোপযোগী করে তুলতে পারে DBMS।
DBMS-এর প্রধান তিনটি কাজ হচ্ছে- ডেটাবেজ তৈরি, ডেটাবেজ ইন্টারোগেশন ও এ ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
DML এর পূর্ণনাম কী?
আক্ষরিক অর্থে ডেটাবেজ হচ্ছে?
হার্ডডিস্কের ডেটাগুলো কী আকারে থাকে?
মজিবর সাহেব একটি হিমাগারের মালিক। তিনি এই হিমাগারের সাধারণত পিয়াজ মজুদ রাখেন। কিন্তু, অভিজ্ঞতার অভাবে তিসি প্রতিবছর এই ন্যবসায় ক্ষতির সম্মখীন হচ্ছেন। কারণ, প্রতি বছর মজু পিয়াজের বড় একটি অংশ পঁচে যায়। এ বিষয়ে তিনি তার এক পরিচিত হিমাগারের মালিকের কাছে শরণাপন্ন হলে সেই মালিক তাকে একটি বিশেষ সিস্টেম সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন। মজিবর সাহেব ঐ মালিকের কাছ থেকে কোন ধরনের সিস্টেম সফটওয়্যার ব্যবহার করার উপদেশ পেয়েছিলেন?