সবাত শ্বসন
Cyt-a3 তে O2 এর জারণের সময় অণুঘটক হিসেবে কাজ করে কোনটি?
কমপ্লেক্স-IV (Complex-IV): এ কমপ্লেক্সে আছে সাইটোক্রোম- অক্সিডেজ, যার অন্তর্ভুক্ত হলো সাইটোক্রোম-a (Cyt. a) এবং সাইটোক্রোম-az (Cyt. a3)। এ কমপ্লেক্সের সাইটোক্রোম-এ এবং সাইটোক্রোম-a3 কমপ্লেক্স-III থেকে ইলেকট্রন গ্রহণ করে। এখানেও একটি ATP তৈরি হয়। এই কমপ্লেক্স থেকে নির্গত ইলেকট্রনগুলো মইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে আসে এবং H'আয়ন ও অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে পানি গঠন করে।
(কমপ্লেক্স IV থেকে নির্গত)
কাজেই ETC-এ ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা হলো অক্সিজেন। ETC সবাত শ্বসনের একটি পর্যায় মাত্র, এ পা ঘড়া সবাত শ্বসন পূর্ণ হয় না। শ্বসনের সর্বশেষ এই পর্যায়েই আণবিক O₂ ব্যবহৃত হয় এবং এই বিক্রিয়াকে চুড় শানিক পর্যায় বা প্রান্তীয় শ্বসন বা টারমিনাল শ্বসন (terminal respiration) বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো ভূট্টা ও আখ।
দ্বিতীয় দলের উদ্ভিদে - এর গ্রাহক কোনগুলো?
ফসফোইনল পাইরুভিক এসিড
রাইবুলোজ -৫-ফসফেট
রাইবুলোজ-১,৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?

মাইটোকন্ড্রিয়ায় ঘটে-
i. গ্লাইকোলাইসিস
ii. ক্রেবস চক্র
iii. ইলেকট্রন প্রবাহ তন্ত্র
নিচের কোনটি সঠিক?
